News

সাতক্ষীরা প্রেসক্লাবে ইফতার পার্টি

সাতক্ষীরা-৩ আসনের আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর প্রফেসর এবং নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল­াহ’র উদ্যোগে গতকাল বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স.ম আলাউদ্দিন মিলনায়তনে সাংবাদিকদের সৌজন্যে এক ইফতার ও দোয় মাহফিলের আয়োজন করা হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল­াহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আবুল বারি। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সহ-সভাপতি শেখ আব্দুল ওয়াজেদ কচি, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলাম, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্য বৃন্দ। প্রধান অতিথি বলেন, আপনাদের সহযোগীতায় দেবহাটা-কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা সহ সাতক্ষীরার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। গরিব অসহায় দুস্থ্যরা টাকার অভাবে চিকিৎসা হতে পারে না সে জন্য তাদের কল্যাণে সাতক্ষীরায় নিজ বাড়িতে একটি চক্ষু হাসপাতাল স্থাপন করতে চাই। এছাড়া আশাশুনি উপকুলীয় অঞ্চলে খাবার পানির চাহিদা মেটাতে উপকুলবাসীর জন্য একটি বিশুদ্ধ পানির প্লান্ট স্থাপন করা হবে। সব মিলিয়ে সাতক্ষীরার গণমানুষের জন্য কাজ করতে চাই। এজন্য সংবাদ কর্মী, সুশীল সমাজ ও আওয়ামীলীগের দলীয় নেতা-কর্মীদের সহযোতা একান্ত দরকার। ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ সাহিদ উদ্দিন, কৃষক লীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, সাধারন সম্পাদক মনঞ্জুর হোসেনসহ সুশীল সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার পূর্ব দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া করেন হাফেজ শেখ কামরুল ইসলাম।