News Details

এনইউবিটি খুলনাতে ফল সেমিস্টার-২০২৪ এর এ্যাডমিশন ফেয়ার

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি  খুলনাতে  ফল -২০২৪ সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। শনিবার ১৩ জুলাই থেকে ৩১ জুলাই বুধবার২০২৪ পর্যন্ত এ ফেয়ার চলবে। সরকারি ছুটির দিনসহ সপ্তাহে ৭দিন এ ফেয়ার চলবে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখা খোলা থাকবে ও একই সাথে অনলাইনে ভর্তি কার্যক্রম চলবে। আজ এ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেনবিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য প্রফেসর ড. এটি.এম জহিরউদ্দিনএ সময় আরো উপস্থিত ছিলেনরেজিস্ট্রার ড. মো: শাহ আলম সহ বিভিন্ন বিভাগের ডিনবিভাগীয় প্রধানশিক্ষকশিক্ষার্থীও কর্মকর্তাবৃন্দ। ফেয়ার চলাকালীন সময় টিউশনফির উপর অতিরিক্ত ১০% ছাড় সহ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন অফার থাকবে। উল্লেখ্য এনইউবিটি খুলনা এইচ.এস.সি ও সমমান পরীক্ষার্থীদের রেজাল্ট এর উপর মেধাবী শিক্ষার্থীদের ৭০% পর্যন্ত ছাড় দিয়ে থাকে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বি.বি.এইংরেজীসি.এস.ইই.ই.ইসিভিল, আর্কিটেকচারগণযোগাযোগ ও সাংবাদিকতাঅর্থনীতি ও বাংলা বিষয়ে অর্নাস কোর্স চালু আছে। এছাড়া স্নাতকোত্তর পর্যায়ে এম.বি.এ (রেগুলার ও এক্সিকিউটিভ)এম.এ (ইংরেজী) ও এম.এস.এস (অর্থনীতি) কোর্স চালু আছে।

.....

More News

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনাতে ফল-২০২৪ সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি  খুলনাতে  ফল সেমিস্টার -২০২৪ এর এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। রবিবার ১লা সেপ্টেম্বর থেকে ১৫ই সেপ্টেম্বর রবিবার, ২০২৪ পর্যন্ত এ ফেয়ার চলবে। সরকারি ছুটির দিনসহ সপ্তাহে ৭দিন এ ফেয়ার চলবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখা খোলা থাকবে ও একই সাথে অনলাইনে ভর্তি কার্যক্রম চলবে।

আজ এ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: শাহ আলম সহ বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, ও কর্মকর্তাবৃন্দ। ফেয়ার চলাকালীন সময় টিউশনফির উপর অতিরিক্ত ১০% ছাড় সহ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন অফার থাকবে। উল্লেখ্য এনইউবিটি খুলনা এইচ.এস.সি ও সমমান পরীক্ষার্থীদের রেজাল্ট এর উপর মেধাবী শিক্ষার্থীদের ৭০% পর্যন্ত ছাড় দিয়ে থাকে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বি.বি.এ, ইংরেজী, সি.এস.ই, ই.ই.ই, সিভিল, আর্কিটেকচার, গণযোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি ও বাংলা বিষয়ে অর্নাস কোর্স চালু আছে। এছাড়া স্নাতকোত্তর পর্যায়ে এম.বি.এ (রেগুলার ও এক্সিকিউটিভ), এম.এ (ইংরেজী) ও এম.এস.এস (অর্থনীতি) কোর্স চালু আছে।

এনইউবিটি খুলনাতে ফল সেমিস্টার-২০২৪ এর এ্যাডমিশন ফেয়ার

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি  খুলনাতে  ফল -২০২৪ সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। শনিবার ১৩ জুলাই থেকে ৩১ জুলাই বুধবার২০২৪ পর্যন্ত এ ফেয়ার চলবে। সরকারি ছুটির দিনসহ সপ্তাহে ৭দিন এ ফেয়ার চলবে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখা খোলা থাকবে ও একই সাথে অনলাইনে ভর্তি কার্যক্রম চলবে। আজ এ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেনবিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য প্রফেসর ড. এটি.এম জহিরউদ্দিনএ সময় আরো উপস্থিত ছিলেনরেজিস্ট্রার ড. মো: শাহ আলম সহ বিভিন্ন বিভাগের ডিনবিভাগীয় প্রধানশিক্ষকশিক্ষার্থীও কর্মকর্তাবৃন্দ। ফেয়ার চলাকালীন সময় টিউশনফির উপর অতিরিক্ত ১০% ছাড় সহ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন অফার থাকবে। উল্লেখ্য এনইউবিটি খুলনা এইচ.এস.সি ও সমমান পরীক্ষার্থীদের রেজাল্ট এর উপর মেধাবী শিক্ষার্থীদের ৭০% পর্যন্ত ছাড় দিয়ে থাকে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বি.বি.এইংরেজীসি.এস.ইই.ই.ইসিভিল, আর্কিটেকচারগণযোগাযোগ ও সাংবাদিকতাঅর্থনীতি ও বাংলা বিষয়ে অর্নাস কোর্স চালু আছে। এছাড়া স্নাতকোত্তর পর্যায়ে এম.বি.এ (রেগুলার ও এক্সিকিউটিভ)এম.এ (ইংরেজী) ও এম.এস.এস (অর্থনীতি) কোর্স চালু আছে।

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে "মাদক ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠন সহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা"

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে "মাদক ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠন সহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকশিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা" অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকমাননীয় মেয়রখুলনা সিটি কর্পোরেশনসম্মানিত অতিথি জনাব মো. আবু সাঈদপরিচালকবিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসখুলনাপ্রধান আলোচকজনাব মো. মিজানুর রহমান,  উপপরিচালকমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরখুলনাবিশেষ অতিথি জনাব মো. নাঈমুল হাছানপুলিশ সুপারপিবিআইখুলনাজনাব হাসনা হেনাউপ পরিচালকমহিলা বিষয়ক অধিদপ্তরখুলনাজনাব সাঈদ উজ জামান সাঈদচেয়ারম্যানশ্যামনগর উপজেলা পরিষদসাতক্ষীরাজনাব জি এম মাসুদুল আলমচেয়ারম্যানগাবুরা ইউনিয়ন পরিষদশ্যামনগরসাতক্ষীরা। বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার জনাব প্রফেসর ড. মো. শাহ আলমের সভাপতিত্বে এবং সোহরাব এন্ড জোহরা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এডভোকেট জনাব শেখ অলিউল ইসলামের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অথিতির বক্তব্যে মাননীয়  মেয়র বলেন; পারিবারিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদক এবং বাল্যবিবাহ অনেকাংশেই রোধ করা সম্ভব। খুলনাঞ্চলের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সুন্দরবন সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। আলোচনা সভায় বক্তারা মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করার পাশাপাশি বাল্যবিবাহ রোধে অভিভাবকদের করণীয় এবং পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান। আলোচনা সভা শেষে সোহরাব এন্ড জোহরা ফাউন্ডেশনের মহাসচিব জনাব মো. শেখ রাজুর পক্ষ থেকে অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরখুলনার আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরখুলনাসোহরাব এন্ড জোহরা ফাউন্ডেশনশ্যামনগর,  সাতক্ষীরা  ও এনইউবিটি খুলনার  সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনাতে মডার্ন এডুকেশন সেন্টারের আয়োজনে জাপানে উচ্চশিক্ষা এবং কর্মসংস্থান বিষয়ক সেমিনার

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনাতে মডার্ন এডুকেশন সেন্টারের আয়োজনে জাপানে উচ্চশিক্ষা এবং কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ শাহ আলমের সভাপতিত্বে "জাপানে উচ্চশিক্ষা এবং কর্মসংস্থান" বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. এটিএম জহিরউদ্দীন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  প্রফেসর জালাল উদ্দিন আহমেদ এবং ড. আশিকুদ্দীন মারুফ।

সেমিনারে প্রধান বক্তা; মডার্ন এডুকেশন সেন্টারের চেয়ারম্যান আরটিএন সিরাজুল ইসলাম জাপানে উচ্চশিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য জাপানি ভাষার গুরুত্ব এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য সুযোগ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। জনাব সিরাজুল ইসলাম সেমিনারে অংশগ্রহনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এনইউবিটি খুলনার সহায়তায় জাপানি ভাষা শেখার জন্য "মডার্ন এডুকেশন সেন্টার" এর খুলনা শাখা শীঘ্রই চালু হবে আশাবাদ ব্যক্ত করেন।

এনইউবিটি খুলনাতে “আন্তঃবিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা‌য় ২৭ জুন ২০২৪,  শনিবার “আন্তঃবিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য প্রফেসর ড. এটি.এম জহিরউদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ শাহ আলম এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক জালালউদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. আশিকুদ্দিন মোহাম্মদ মারুফ।

এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে গত ১১ই এবং ১২ই মে অনুষ্ঠিত আন্তঃবিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার; কবিতা আবৃতি, সংগীত এবং নৃত্য এই তিন বিভাগে বিভিন্ন শ্রেণীতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকল বিভাগের শিক্ষার্থীদের প্রানবন্ত উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় জুড়ে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে এধরনের আরো বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

Accreditation And Collaboration

  • Northern University of business and technology with American Corner
  • Northern University of business and technology with University of Hertfordshire
  • Northern University of business and technology with Pearson
  • Northern University of business and technology with BTEC
  • Northern University of business and technology with Ohio Northern University
  • Northern University of business and technology with Nantong University
  • Northern University of business and technology with Internation Islamic University
  • Northern University of business and technology with UPM
  • Northern University of business and technology with Perlis
  • Northern University of business and technology with Visva