ABOUT NUBTK

According to the “Private University Act, 2010”, the Trustee board submitted a proposal to UGC to establish a full-fledged university in Khulna named “Northern University of Business and Technology Khulna (NUBT Khulna)”. After the inspection (by UGC) and verification of all requirements, the Govt. gave the approval of “Northern University of Business and Technology Khulna” as a new full-fledged university on 29th December 2015. After getting the approval from the Govt., inauguration ceremony of NUBT Khulna was observed on 09-01-2016 with the presence of the honorable Prime Minister’s Economic Advisor Dr. Moshiur Rahman as chief guest. The inauguration ceremony was presided over by the Vice-Chancellor of NUBT Khulna Trust, Prof. Dr. AYM Abdullah.

Our Faculty and Department

Latest News

সম্মানসূচক ডি.লিট. উপাধি পেলেন নর্দান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ

সম্মানসূচক ডি.লিট. উপাধি পেলেন নর্দান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ও নর্দান এডুকেশন গ্রুপের চেয়াারম্যান ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহকে সম্মানসূচক ডক্টরেট অব লিটারেচার (ডি.লিট.) উপাধিতে ভূষিত করেছে পশ্চিমবঙ্গের টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়।

শিক্ষা, বাণিজ্য ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মানসূচক উপাধি দেওয়া হয়। বৃহষ্পতিবার (১০ আগষ্ট ২০২৩) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভারতের বিখ্যাত পদ্মভূষণ ও পদ্মশ্রী এন. আর. নারায়ণ মূর্তি এই সম্মাননা প্রদান করেন।  

কলকাতার বিশ্ববাংলা অডিটরিয়ামে ভারতের বৃহত্তম কোম্পানী টাটা সন্স-এর প্রতিষ্ঠাতা রতন টাটা এবং  বিসিসিআই-এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলীর সাথে  এই সম্মাননা গ্রহণ করেন বরেণ্য এই শিক্ষাবিদ। 

অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ কলকাতাকে  বাঙ্গালীর প্রাণের শহর উল্লেখ করে বলেন, ‘একজন বাঙ্গালী হিসেবে আমি গর্বিত, আজ আপনাদের ভালোবাসা আর সম্মান আমায় পরিপূর্ণ করলো’। এছাড়াও তিনি বাঙ্গালী জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিগুলোর একটি হিসেবে উল্লেখ করেন এবং একইসাথে বাঙ্গালী বিপ্লবীদের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বাঙ্গালীর গৌরবের ইতিহাস এবং ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি দুই বাংলার মধ্যে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, বাণিজ্যের সুসম্পর্ক ও সম্প্রীতি রক্ষায় দৃঢ় থাকার আহবান জানান। একইসাথে ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। 

অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ ভারতের সীমান্তবর্তী সাতক্ষীরা জেলাতে জন্মগ্রহণ করেন। উচ্চশিক্ষা শেষ করে তিনি ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদান করেন। ইউরোপ আমেরিকাতে শীর্ষ পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা শেষে দেশের প্রতি অপরিসীম ভালোবাসায় মাতৃভূমিতে ফিরে আসেন এবং গত ৩০ বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক বাজার অর্থনীতির একজন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে অধ্যাপনা করছেন। তিনিই বাংলাদেশে আধুনিক মার্কেটিং-কে পরিচয় করান এবং ওয়ার্ল্ড মার্কেটিং সামিটে স্পিকার হিসেবে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরেন। আন্তর্জাতিক এই সামিটে প্রতিবারই বক্তব্য প্রদান করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই সাথে অংশগ্রহন করেন- বাংলাদেশের শীর্ষ কর্পোরেট ও পলিসি মেকাররা। মার্কেটিং বিশ্বের জনক প্রফেসর ফিলিপ কটলার এবং তার সহযোগীদের সাথে গত চারবছর ধরে নিয়মিত কাজ করে আসছেন। সেই ধারাবাহিকতায় কটলার ইমপেক্ট এর গ্লোবাল এডভাইজার হিসেবে নিযুক্ত হন।

ড. আব্দুল্লাহ বাংলাদেশে মার্কেটিং এর জগতে এক অনন্য বিপ্লব ঘটান, যার ধারাবাহিকতায় তিনি প্রফেসর ফিলিপ কটলার এর সাথে সহ-লেখক হিসেবে লিখেন “এসেনশিয়ালস অফ মডার্ন মার্কেটিং”; প্রথমবারের মত মার্কেটিং গুরুর বইতে অবস্থান হয় বাংলাদেশের ব্যবসায়িক জগতের দেশীয় সকল কেইস। “এসেনশিয়ালস অফ মডার্ন মার্কেটিং” তার এক যুগান্তকারী পদক্ষেপ যা এক এক করে ১৭টি দেশে উম্মোচিত হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে তার এ সকল কৃতিত্বের জন্য ২০২৩ সালে তিনি প্রফেসর ফিলিপ কটলার কর্তৃক “কটলার ডিস্টিঙ্গুইসড প্রফেসর অফ মার্কেটিং” উপাধি অর্জন করেন।   

তিনি একইসাথে একজন শিক্ষাবিদ ও সফল উদ্যোক্তা, যিনি তাত্ত্বিক এবং প্রায়োগিক শিক্ষার সম্মিলিত প্রচেষ্টার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তাত্ত্বিক বিষয়ে সীমাবদ্ধ না থেকে প্রায়োগিক ও দক্ষতা ভিত্তিক শিক্ষাব্যবস্থার প্রচলনে তিনি প্রতিষ্ঠা করেছেন স্বনামধন্য ১০টি শিক্ষা প্রতিষ্ঠান। 

ড. ইউসুফ আব্দুল্লাহ ১৮টিরও বেশি বই লিখেছেন। যার ভেতরে অত্যন্ত জনপ্রিয় বই ‘ভারত ভাগে বাংলার বিয়োগান্তক ইতিহাস’; যেখানে তিনি বাঙ্গালীর হারিয়ে যাওয়া ইতিহাসকে তুলে ধরেছেন। তিনি বাঙালীর জাতিসত্ত্বা, ইতিহাস-ঐতিহ্য জাগরণে বিশ্ব সংস্থা ‘আমি বাঙালী’ -এর স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী শিক্ষাবিদ প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ এর শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে যে অনন্য অবদান যা জাতীয় পরিমন্ডলে ব্যপক ভাবে সমাদৃত।

Kotler Impact and Northern Education Group Jointly Organized Modern Marketing Conclave-2023

Kotler Impact and Northern Education Group Jointly Organized Modern Marketing Conclave-2023

Modern Marketing Conclave-2023 was held for the first time in Bangladesh at the Grand Ballroom of Dhaka Sheraton on Monday (May 22, 2023). The much-anticipated Modern Marketing Conclave was organized jointly by Kotler Impact Inc. Canada and Northern Education Group (NEG).

President of Northern Education Group and Global Advisor of World Marketing Summit Group, Professor Dr. Abu Yousuf Md. Abdullah chaired the conclave where Mr. Tipu Munshi, MP, Honorable Minister of Commerce, Government of the People's Republic of Bangladesh, was present as the chief guest in the inauguration ceremony. Mr. MA Mannan, MP, Honorable Minister of Planning, Government of the People's Republic of Bangladesh, was present as the chief guest at the closing ceremony. Honorable Prime Minister's Economic Adviser Dr. Mashiur Rahman, Chief Marketing Officer (CMO) of Kotler Impact Dr. Fahim Kibria, and Vice Chancellor of Northern University Bangladesh (NUB) Professor Dr. Anwar Hossain were also present at the conclave.

In the last part of the program, the 'Kotler Award' was organized, which is given in the name of Professor Philip Kotler to honor the world's eminent business leaders and make their contribution more memorable.

Dr. Abu Yousuf Md. Abdullah, Professor of International Business and Marketing, IBA, Dhaka University was awarded the “Kotler Distinguished Professor of Marketing” by Kotler Impact Inc. Canada and five business leaders were honored with the prestigious 'Kotler Award' at the event. Syed Alamgir, Chief Executive Officer (CEO), Meghna Group, Abdullah Hill Rakib, Managing Director (MD), Team Group, Ali Reza Iftekhar, Chief Executive Officer (CEO), Eastern Bank, Tanvir Ahmed Mishuk, Managing Director (MD), Nagad, and Sadia Haque, Founder and CEO, Sharetrip received the award. We are overwhelmed with the success of the event and the President of Northern Education Group upon receiving the “Kotler Distinguished Professor of Marketing” distinction. We congratulate him with our utmost respect and honor and wish him unquivering success.

নর্দান ইউনিভার্সিটি খুলনার স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের উদ্বোধন

নর্দান ইউনিভার্সিটি খুলনার স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের উদ্বোধন

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় নির্মাণ কাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এটিএম জহিরউদ্দিন।
এসময় ড. এটিএম জহিরউদ্দিন বলেন, “নর্দার্ন এডুকেশন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর আবু ইউসুফ মো. আব্দুল্লাহ স্যারের নেতৃত্বে এগিয়ে চলছে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা। তারই অংশ হিসেবে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী আজ আমরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের উদ্বোধন করছি। আশা করছি দ্রুততর সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ শেষে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় শিক্ষা কার্যক্রম এখানে পরিচালনা করতে পারবো।”

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান মুস্তাফিজুর রহমান, ও পারমানেন্ট ক্যাম্পাস কনস্ট্রাকশন ইন-চার্জ সেলিম উদ্দিন চৌধুরী।
উল্লেখ্য, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা ২০১৬ সাল থেকে খুলনা শহরের শিববাড়ি মোড়ে অবস্থিত অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী স্থায়ী ক্যাম্পাসের জন্য অনুমতি ও অন্যান্য কার্যক্রম শেষে খুলনা শহরের উপকেন্দ্রে ৬ একর জায়গা জুড়ে স্থায়ী ক্যাম্পাস তৈরি করছে।

All News

Notice

Holiday Notice

Holiday Notice for Janmashtami

Holiday Notice

Shahadat Anniversary of Bangabandhu Sheikh Mujibur Rahman

Holiday Notice

Holiday Notice for Ashura

Holiday Notice

Holiday Notice for Eid-ul-Adha 2023

Holiday Notice

Holiday Notice for City Corporation Election

All Notices

OUR EVENTS

Drama Competition 2022 2022-10-01
View Exchange 2022-08-03
03:30PM

View Exchange

Mobile Gaming Competitions 2022-07-02

All Event

Accreditation And Collaboration

  • Northern University of business and technology with American Corner
  • Northern University of business and technology with University of Hertfordshire
  • Northern University of business and technology with Pearson
  • Northern University of business and technology with BTEC
  • Northern University of business and technology with Ohio Northern University
  • Northern University of business and technology with Nantong University
  • Northern University of business and technology with Internation Islamic University
  • Northern University of business and technology with UPM
  • Northern University of business and technology with Perlis
  • Northern University of business and technology with Visva